নানা ঘটনায় মন ভালো নেই পরীমণির। একমাত্র সন্তান রাজ্যের জন্মের পর বেশ ভালোই চলছিল সংসার। নিজেদের মধ্যে যখন ছোটখাট সমস্যা চলছে, সে সময় একমাত্র ছেলেকে নিয়ে সিনেমা দেখতে গিয়ে অনেক কষ্ট ও আনন্দ নিয়ে বাসায় ফিরেন নায়িকা।
বাসায় ফিরেই বুধবার দিবাগত রাত ৩টায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বলেন, আজ আমি একসঙ্গে অনেক কষ্ট আর অনেক আনন্দ নিয়ে বাসায় ফিরলাম ‘মা’ সিনেমা দেখতে গিয়ে। কষ্ট পেয়েছি কারণ—আমার সন্তান অনেক ভয় পেয়েছে। আর খুশি এই জন্য যে, আপনাদের মধ্যেই কত মানুষ আমাকে মন থেকেই কত ভালোবাসেন, কেয়ার করেন। সবাইকে ধন্যবাদ।
এরপর বৃহস্পতিবার বিকেলের দিকে আবারও একটি স্ট্যাটাস দেন এ নায়িকা। সেখানে তিনি লিখেন, দিদি মিড লাইফ ক্রাইসিস ঠিকঠাক ডিল না করাটাও কিন্তু বিশাল মানসিক সমস্যা। একবার ৬ তলা বাড়ির মালিক বানিয়ে দিয়েছিলেন আমাকে। বাড়িটি এখনো খুঁজে পাওয়া যায়নি। এখন আবার আমার ঘরের মধ্যে ঢুকে পরতে যাবেন না দিদি। এবার কিন্তু আমি আর ছেড়ে কথা বলবো না আপনাকে। আর কোনো করুণা হবে না আপনার মিড লাইফ ক্রাইসিস নিয়ে।
সদ্য ‘শরিফুল রাজ-সুনেরাহ’ ইস্যু নিয়ে নানা আলোচনা-সমালোচনার ঝড় বইছে শোবিজে! এর মাঝে পরী জানান, গত ১৪ দিন ধরে বাসায় নেই রাজ, বেরিয়ে গিয়েছেন। ১০ দিন ধরে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন পরী। তার মতে, এ সময়টা রাজ সুনেরাহর সঙ্গে রয়েছেন! এ নিয়ে দুই পক্ষই হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্জালে! এরমধ্যেই আবার পরীর স্ট্যাটাস যেন নতুন কিছু ইঙ্গিত করছে। কাউকে খোঁচা দিলেন নাকি সতর্ক করলেন, এ নিয়ে রয়েছে ধোঁয়াশা!