বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) আসনের উপনির্বাচনে প্রার্থী হতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন অভিনেতা সিদ্দিকুর রহমান। সোমবার দুপুরে ধানমন্ডিতে অবস্থিত দলটির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ছোটপর্দার রম্য এই অভিনেতা বলেন, ‘আজই আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলাম। আগামীকাল (মঙ্গলবার) ফরম জমা দেয়ার চিন্তাভাবনা আছে। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।’
সিদ্দিক আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মনোনয়ন বোর্ড যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেন, তাহলে আমি এ আসনে ফারুক ভাইয়ের অসম্পূর্ণ কাজগুলো বাস্তবায়ন করব।’
এছাড়া বেলা তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া পোস্টে সিদ্দিক লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আজ ঢাকা ১৭ (গুলশান-বনানী ক্যান্টনমেন্ট) আসনের উপ-নির্বাচনের দলীয় নমিনেশন ফরম উঠালাম। সকলের কাছে দোয়া প্রার্থী। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহপাক সবাইকে হেফাজত করুন… আমিন।’
২০২১ সালের মার্চ থেকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তথা চিত্রনায়ক ফারুক। সে সময় থেকেই সিদ্দিক বলে আসছেন, তিনি এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করতে চান। ফারুকের মৃত্যুর পরদিন বিমানবন্দরে তার মরদেহের পাশে দাঁড়িয়েও সিদ্দিক নিজের মনের ইচ্ছার কথা জানান।
ওই ঘটনায় সমালোচনা কম হয়নি। কাঠগড়ায় ওঠে সিদ্দিকের বিবেচনাবোধ। একজন কিংবদন্তি অভিনেতার মরদেহের পাশে দাঁড়িয়ে কেউ কিভাবে তার আসনে এমপি হওয়ার খায়েশের কথা বলতে পারেন, এই প্রশ্ন তোলেন সবাই। যদিও কোনো সমালোচনাই গায়ে মাখেননি সিদ্দিক। তিনি ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ। সেই মতো কিনলেন মনোনয়ন।
সিদ্দিকের দাবি, তিনি গত ২৪ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী লীগপন্থী পরিবারে তার জন্ম। তার বাবা স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ছিলেন ২২ বছর। এলাকা কন্ট্রোল করতেন তারা। ১৯৯৪ সাল থেকে ছাত্রলীগ করেন সিদ্দিক। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন তিনি।
অভিনেতার বিশ্বাস, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-১৭ আসনের নৌকার মাঝি হিসেবে তাকেই মনোনীত করবেন। অভিনেতা বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে আমি এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি।’ তার দাবি, আমি জনগণের সেবা করতে চাই।’
এর আগে ২০১৮ সালে টাঙ্গাইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন সিদ্দিক। মনোনয়নপত্রও কিনেছিলেন। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। সেবার এই আসন থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান সরকারের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সেই সিদ্দিকের টার্গেট এবার ঢাকা-১৭।