• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

প্রথম মহিলা হোস্টেল চালু হচ্ছে কাশ্মিরের শ্রীনগরে

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

প্রথমবারের মতো কাশ্মিরের সমাজকল্যাণ বিভাগ শ্রীনগরের ঈদগাহ এলাকায় কর্মজীবী মহিলাদের জন্য হোস্টেল খুলতে চলেছে। ভারতের অন্যান্য রাজ্যের মতো উদ্যোগটি উপত্যকায়ও কর্মজীবী মহিলাদের জন্য সুরক্ষামূলক এবং আরামদায়ক অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে নির্মিত হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির নির্মাণ কাজ ভালো গতিতে চলছে।

সমাজকল্যাণ বিভাগের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ আশরাফ আখুন বলেন, ঈদগাহে প্রথমবারের মতো কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণের কাজ চলছে। তিনি বলেন, এটিই হবে কাশ্মিরের প্রথম বহুতল ভবন যেখানে বৃদ্ধা ছাড়াও কর্মজীবী নারীরা থাকবেন।

তিনি বলেন, ‘এটি একটি ভালো ধারণা। আমরা ভবিষ্যতে কর্মজীবী মহিলাদের জন্য আরও হোস্টেল নির্মাণ করতে পারি। আমরা এখনও বিল্ডিংয়ের ক্ষমতা নির্ধারণ করিনি। আমরা পরিকল্পনা করছি যে এই ভবনটি কর্মজীবী মহিলা এবং বৃদ্ধদের জন্য হওয়া উচিত। সম্পূর্ণ নির্মাণের পরই এই ধারণ ক্ষমতা নির্ধারণ করা হবে।

মোহাম্মদ আশরাফ আখুন জানান যে, হোস্টেলটি শহরে কর্মরত মহিলাদের জন্য একটি মানসম্পন্ন জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করবে। কাশ্মিরে চাকরির জন্য যেসব নারীরা বাড়ি থেকে দূরে থাকেন তাদের প্রধান সমস্যাগুলোর মধ্যে একটি হলো নিরাপদ এবং সুবিধাজনক বাসস্থানের অভাব।

কাশ্মিরের কর্মজীবী নারী আলিয়া গুলজার বলেন যে, শহরে চাকরি চালিয়ে যাওয়ার জন্য নিরাপদ বাসস্থান খুঁজে পাওয়া কঠিন। ভাড়া করা জায়গা আরামদায়ক নয়। কাশ্মিরে মহিলাদের জন্য হোস্টেল সত্যিই একটি ভাল পদক্ষেপ।

আরেক কর্মজীবী নারী বলেন, এই হোস্টেল নারীদের অনেক সমস্যার সমাধান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ