• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

নদী থেকে ৪৫ ব্যাগভর্তি লাশ উদ্ধার, মেক্সিকোয় তোলপাড়

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

ছবি : সংগৃহীত

একের পর এক ব্যাগ তোলা হচ্ছিল নদী থেকে। আর সেই ব্যগগুলো খুলতেই চমকে ওঠে পুলিশ। প্রতিটি ব্যাগের ভিতরে ভর্তি ছিল মানুষের লাশের অংশবিশেষ। মঙ্গলবার নদী থেকে এত মানুষের লাশের অংশবিশেষ উদ্ধার হওয়ায় তোলপাড় পড়ে গিয়েছে মেক্সিকোয়।

পুলিশ সূত্রে খবর, নদী থেকে যে সব দেহাবশেষ উদ্ধার হয়েছে সেগুলো পুরুষ এবং নারীদের। এই দেহাবশেষগুলো কাদের, তা নিয়ে রহস্য বাড়ছে। নদীতেই বা কী করে এলো দেহাংশ, তা নিয়েও জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে শহরের গুয়াদালারাজাতে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত ২০ মে দুই নারী এবং পাঁচ পুরুষ নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাদের খোঁজ চালানো হচ্ছিল। তার মধ্যেই নদী থেকে এতগুলো দেহাংশ উদ্ধার হওয়ায় রহস্য আরো বেড়েছে। যে সব দেহাংশ উদ্ধার হয়েছে, পরীক্ষা করে দেখা গিয়েছে, সেগুলো প্রত্যেকটিই তিরিশ বছরের মানুষের। পুলিশ সূত্রে খবর, যে পুরুষ এবং নারীরা নিখোঁজ হয়েছিলেন, তারা সকলেই একই কলসেন্টারে কাজ করতেন। ঘটনাচক্রে, যে জায়গায় নদী থেকে ওই লাশভর্তি ওই ব্যাগগুলো উদ্ধার হয়েছে, সেই জায়গা থেকে কলসেন্টার কয়েক মিটার দূরে।

ফরেন্সিক বিশেষজ্ঞরা মৃতদের পরিচয় এবং মৃতের সংখ্যা কত, তা জানার চেষ্টা চালাচ্ছেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, যে কলসেন্টার থেকে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে, সেখানে বেআইনি কোনো কাজকর্ম চলে। উদ্ধার হওয়া লাশগুলো ওই কলসেন্টারের কর্মীদের কি না, তা জানাই এখন বড় চ্যালেঞ্জ পুলিশের।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ