• বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

রাজধানীর ওয়ারীতে গ্যাস লাইনে বিস্ফোরণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৭ জুন, ২০২৩

রাজধানীর ওয়ারীর টিপু সুলতান রোড এলাকায় গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৫ জনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন, মো. সুমন ওরফে হেলাল (৪০), আব্দুর রশিদ (৬৫), মো. মামুন (৫০), মো. সোহেল (৩৫), মো. আনোয়ারুল (২১)।

মঙ্গলবার (৭ জুন) রাত আড়াইটার দিকে গ্যাস লাইনে বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, পুরান ঢাকার টিপু সুলতান রোড এলাকা থেকে আগুন লাগার ঘটনায় দগ্ধ পাঁচ জনকে আনা হয়েছে। তাদের মধ্যে মোহাম্মদ সোহেলের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে, মোহাম্মদ মামুনের শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে, মোহাম্মদ ইনামুলের ২২ শতাংশ দগ্ধ হয়েছে, মো. হেলালের ১০ শতাংশ দগ্ধ হয়েছে ও আব্দুর রশিদের ৭ শতাংশ পুড়ে গেছে। তাদের সবাইকে অবজারভেশনে রাখা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, তাদের মধ্যে আব্দুর রশিদকে ছেড়ে দেওয়া হবে। এনামুল ও সোহেলের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়াও বিষয়টি নিশ্চিত করে জানান, বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে ৫ জনকে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ