• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:

বেনাপোলে ট্রান্সপোর্ট অফিসে শক্তিশালী বোমা বিস্ফোরণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

বেনাপোলের ছোট আঁচড়া এলাকায় রয়েলের মোড়ে নিউ আলিফ ট্রান্সপোর্ট অফিসে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে নিউ আলিফ ট্রান্সপোর্ট’র মালিক লিটনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) ভোর সাড়ে চারটার দিকে হঠাৎ করে নিউ আলিফ ট্রান্সপোর্ট অফিসের মধ্যে বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে অফিসের শার্টার উড়ে যায়, দেওয়াল ফেটে আগুন লেগে সমস্ত জিনিসপত্র পুড়ে যায়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পাশের দোকানপাট ক্ষতিগ্রস্তহয়।

মার্কেট মালিক হাবিবুর রহমান জানান, স্থানীয় বৃত্তি আঁচড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে লিটন হোসেন ট্রান্সপোর্ট ব্যবসা করার জন্য আমার মার্কেটে অফিস ভাড়া নেয়। বোমা বিস্ফোরণের ঘটনায় আজ জানতে পারলাম তার কাজকর্ম ভালো ছিলো না। সে অবৈধ কাজের সাথে জড়িত। বোমার শব্দে চারিদিকে আতঙ্কের সৃষ্টি হয়। লোকজন ছুটে আসে। ট্রান্সপোর্ট অফিসের মধ্যে আগুন জ্বলছিল।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান, স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে ঘটনা¯’লে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, খবর পেয়ে আগুন লাগা নিউ আলিফ ট্রান্সপোর্ট অফিস সরেজমিনে পরিদর্শন করেছি। বোমা বানানোর উপাদান জালের কাঠি এবং সূতা উদ্ধার করা হয়েছে। ভোরের দিকে নিউ আলিফ ট্রান্সপোর্ট অফিসে শক্তিশালী একটি বোমা বিস্ফোরিত হয়।

আলিফ ট্রান্সপোর্টের মালিক লিটন হোসেনের মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। লিটনকে আটকের জন্য অভিযান চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে সঠিক তথ্য জানা যাবে বলে জানান ওসি কামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ