ফাইল ছবি
এবারও ঢাকার দুই সিটিতে কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) একটি স্থায়ী হাটসহ ৯টি হাট বসানোর প্রস্তুতি নিয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও (ডিএসসিসি) একটি স্থায়ী হাটসহ ৯টি হাট বসানোর প্রস্তুতি নিয়েছে।
ডিএনসিসির ৯ হাট : ডিএনসিসির অস্থায়ী কোরবানির পশুর হাটের মধ্যে থাকছে উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউবাজার এলাকা, মিরপুর সেকশন-৬-এর ইস্টার্ন হাউজিং এলাকা, বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগর ব্লক-বি থেকে এইচ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাঈদনগর) সংলগ্ন খালি জায়গা, মোহাম্মদপুরের বসিলা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ, কাওলা শিয়ালডাঙ্গা-সংলগ্ন খালি জায়গা এবং ৪৪ নম্বর ওয়ার্ডের কাচকুড়া ব্যাপারীপাড়ার রহমাননগর আবাসিক প্রকল্প এলাকা। এসবের বাইরে দেশের সর্ববৃহৎ গবাদি পশুর হাট গাবতলীতে থাকছে কোরবানির পশুর বিশেষ আয়োজন। ইতিমধ্যে সব হাটের ইজারা চূড়ান্ত করেছে ডিএনসিসি। পশু বিক্রির হাসিল শতকরা পাঁচ টাকা। ঈদের দিনসহ পাঁচ দিন কোরবানির হাট বসানোর অনুমোদন পাবেন ইজারাদাররা।
ডিএসসিসির ৯ হাট : ডিএসসিসির অস্থায়ী কোরবানির পশুর হাটের মধ্যে থাকছে পোস্তগোলা শ্মশানঘাট-সংলগ্ন আশপাশের খালি জায়গা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজসংলগ্ন উন্মুক্ত এলাকা, মেরাদিয়া বাজার-সংলগ্ন খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম-সংলগ্ন খালি জায়গা, যাত্রাবাড়ীর দনিয়া কলেজ-সংলগ্ন খালি জায়গা, ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড-সংলগ্ন খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন খালি জায়গা ও আমুলিয়া মডেল টাউনসংলগ্ন খালি জায়গা। এসবের বাইরে ডিএসসিসির সারুলিয়া স্থায়ী কোরবানির পশুর হাটে থাকছে কোরবানি পশুর বিশেষ আয়োজন। পশু বিক্রির হাসিল থাকছে শতকরা পাঁচ টাকা। ঈদের দিনসহ পাঁচ দিন হাট পরিচালনার জন্য নির্ধারিত জায়গা ব্যবহারের অনুমোদন পাবেন ইজারাদাররা। ডিএসসিসি ইতিমধ্যে ছয়টি হাটের ইজারা চূড়ান্ত করেছে। বাকি দুটি হাটের ইজারা চূড়ান্ত করার কাজ চলছে।