• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন

সত্যিই কি আঞ্চলিক নিরাপত্ত বাড়িয়েছে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র?

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১০ জুন, ২০২৩

সম্প্রতি দেশের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ১,৪০০ কিলোমিটার। এটি শব্দের চেয়ে ১৫ গুণ পর্যন্ত গতিতে উড়ে যেতে পারে। সেই সঙ্গে বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে চলারও ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের। এটি এমন এক ক্ষেপণাস্ত্র যা মোকাবেলা করার মতো কোনো ব্যবস্থা এখন পর্যন্ত তৈরি হয়নি।

শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আসার আঞ্চলিক নিরাপত্তা বেড়েছে বলে দাবি করেছে ইরান।

শুক্রবার তেহরানে জুমার নামাজের খুতবায় দেশটির প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম হাজআলী আকবারি বলেছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ শুধু ইরান নয়, পুরো অঞ্চলের নিরাপত্তাই বাড়িয়ে দিয়েছে।
তিনি আরও বলেছেন, ইরানের এই সাফল্য সব মুমিনকে আনন্দিত করেছে, তবে তা শয়তানি শক্তির হৃদয়ে কাঁপন সৃষ্টি করেছে।

তিনি বলেন, বিশ্বাস (ঈমান) ও আশা- এই দুইয়ের ফসল হচ্ছে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র। ইরানিদের বিশ্বাস ও আশাই শত্রুদেরকে বারবার ব্যর্থ করে দিয়েছে এবং ভবিষ্যতেও একইভাবে তারা ব্যর্থ হবে।

শত্রুরা ইরানিদের মাঝে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রের পাশাপাশি সাংস্কৃতিক আগ্রাসনের সব চেষ্টা অব্যাহত রেখেছে বলেও ভাষণে উল্লেখ করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ