• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

সখীপুরে সংসদ সদস্যের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১১ জুন, ২০২৩

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য প্রতারণার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ করেছেন দলটির সখীপুর উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।

সখীপুর আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার ও সাধারণ সম্পাদক অনুপম শাজাহানের অভিযোগ, মনোনয়ন দিতে সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম তার দেয়া ডিও লেটারে ইউসুফ আলী ভূঁইয়াকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উল্লেখ করেছেন। অথচ তিনি কোনোদিন দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন না।

ইউসুফ আলী ভূঁইয়া সম্পর্কে সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম বেয়াই (ভাতিজির শ্বশুর), তিনি বড়চওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। শুক্রবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাকে দলটির প্রার্থী করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাজাহান মোবাইল ফোনে জানান, উপজেলা আওয়ামী লীগের টানা তিনবারের সহ-সভাপতি আজহারুল ইসলাম ৪২ বছর ধরে রাজনীতি করছেন। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বড়চওনা ইউপির চেয়ারম্যান পদে তার নাম সুপারিশ করা হয়েছিল। কিন্তু সংসদ সদস্য গোপনে আজহারুল ইসলামের নাম কেটে তার বেয়াই (ভাতিজির শশুর) ইউসুফ আলীর সুপারিশ করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার বলেন, ‘মনোনয়ন পাওয়া ইউসুফ আলী ভূঁইয়া কোনো সময় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন না। তিনি তো কখনো আওয়ামী লীগই করেননি। উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হবেন কিভাবে? সংসদ সদস্য জালিয়াতির আশ্রয় নিয়েছেন।’

মনোনয়ন পাওয়া ইউসুফ আলী ভূঁইয়া জানান, দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগ করেন। তবে কোথাও তার পদ ছিল না। সংসদ সদস্য বলেছেন যে তাকে (ইউসুফ) উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বানিয়েছেন। এখানে তার তো কোনো দোষ নেই।

জোয়াহেরুল ইসলাম মোবাইল ফোনে জানান, ইউসুফ আলী ভূঁইয়াকে তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বানাবেন। ডিও লেটারে ভুল করে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে সুপারিশ করা হয়েছে।

শনিবার (১০ জুন) বিকেলে মিথ্যা তথ্য দিয়ে সংসদ সদস্যের ডিও লেটার দেয়ার প্রতিবাদে উপজেলার কুতুবপুর রওশন আলী উচ্চবিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার মণ্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ