• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

সিলেটে সড়ক দুর্ঘটনা: ট্রাকচালক গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১১ জুন, ২০২৩

সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালক শামসুল ইসলামকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১০ জুন) সন্ধ্যায় র‌্যাব-৯ এর একটি দল পটুয়াখালী জেলার সদর থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

শামসুল শেরপুর জেলার সদর থানাধীন নয়াপাড়া মোকসেদপুর এলাকার বাসিন্দা মিস্টার মিয়ার ছেলে। ঘটনার পর তিনি পালিয়ে শ্বশুরবাড়ি আশ্রয় নিয়েছিলেন বলে র‌্যাব জানায়।

র‌্যাব-৯ এর এএসপি আফসান আল আলম জানান, ঘটনার পর ট্রাকচালক শামসুল তার শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে গ্রেফতার করে। সড়ক দুর্ঘটনায় তিনি কিছুটা আহত ছিলেন। তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হবে।

জানা যায়, সিলেট মহানগর থেকে পিকআপে করে প্রায় ৩০ জন নারী-পুরুষ নির্মাণশ্রমিক জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার যাচ্ছিলেন। বুধবার (৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে পৌঁছালে মুনশীগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বালুবাহী ট্রাকের সঙ্গে শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ১১ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চার জনের মৃত্যু হয়। এ ঘটনায় সিলেটের দক্ষিণ সুরমা থানায় সুনামগঞ্জের দিরাইয়ের ভাটিপাড়ার ইজাজুল বাদী হয়ে পিকআপ ও ট্রাকচালককে আসামি করে মামলা করেন। ইজাজুলের বাবা সড়ক দুর্ঘটনায় নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ