আওয়ামী লীগ সভানেত্রী ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে মনোনয়ন বঞ্চিত করার প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষুদ্ধ হয়ে ওঠেছে। তৃণমূল নেতাকর্মীদের দাবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীর পক্ষে সুপারিশ করেছে। এ অবস্থায় দুর্নীতিবাজ ওই দুই নেতাকে দলীয় পদ থেকে অপসার ও শাস্তির দাবিতে তৃণমূল নেতাকর্মীরা রবিবার বিক্ষোভ সমাবেশ ও দুই নেতার কুশপুত্তলিকা দাহ করেছে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সালাম বিএসসি, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মির্জা শামসুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুত, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক বাবুল শেখ, জাকির হোসেন জুয়েল, সিরাজ সরকার, আব্দুল মমিন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল প্রমুখ।