চীনের সাথে সহযোগিতামূলক সম্পর্ক চায় সৌদি আরব। সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান বলেছেন, চীনের সাথে সৌদি প্রতিযোগিতা চায় না।
আরব-চীন দশম বাণিজ্য সম্মেলনে রিয়াদে সৌদি মন্ত্রী এই কথা বলেন। আব্দুলআজিজ বলেছেন, ‘এতে অবাক হওয়ার কিছু নেই যদি আপনি শোনেন যে শিগগিরই সৌদি-চীন বিনিয়োগের ঘোষণা আসছে।’
সৌদি ভিশন ২০৩০ পরিকল্পনা বাস্তবায়ন ও চীনের বেল্ট ও রোড ইনিশিয়াটিভ বাস্তবায়নেই দুই দেশের সহযোগিতা জরুরি।
সৌদি মন্ত্রী বলেন, ‘আমরা নিজেদেরকে চীনের প্রতিযোগী হিসেবে হাজির করতে চাই না। আমরা নিজেদেরকে চীনের সহযোগী হিসেবে হাজির করতে চাই। এখানে অনেক কিছু আছে যা আমরা চীনের জন্য করতে পারি। সমানভাবেই তারাও আমাদের জন্য করতে পারে।’
তিনি আরও জানিয়েছেন, সৌদি-চীনের সম্পর্ক নিয়ে যে সমালোচনা চলছে তা তিনি গায়ে মাখছে না।