বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হঠাৎ করে শারীরিক কিছু জটিলতার কারণে সোমবার (১৩ জুন) রাত দেড়টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
খালেদা জিয়ার ব্যক্তিগত একজন চিকিৎসক জানান, সন্ধ্যা থেকে শারীরিকভাবে তিনি অসুস্থবোধ করায় মেডিকেল বোর্ড হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেন। হাসপাতালে যাওয়ার পর কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে রয়েছেন তিনি।
সোমবার রাত ১টার দিকে জানতে চাইলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘ম্যাডাম শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে ভর্তি করা হয়।
এর আগে পাঁচ দিন হাসপাতালে থাকার পর গত ৪ মে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সময়ও মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন।