• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে নাচতে হবে আমাকে: জায়েদ খান

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান। যুক্তরাষ্ট্রে বিনোদনমূলক অনুষ্ঠান ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস শোয়ে অংশ নেয়ার জন্য দেশ ছাড়ছেন এ অভিনেতা।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নায়ক জায়েদ খান।

জায়েদ খান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে যাচ্ছি। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেব। সেখানে পারফর্ম (নাচ) করতে হবে আমাকে। এরইমধ্যে প্রস্তুতি নিয়েছি। কবে ফ্লাইট এটা এখনো চূড়ান্ত হয়নি। তবে দুই-একদিনের মধ্যে কনফার্ম হয়ে যাবে।

জানা গেছে, আগামী ২৫ জুন জ্যামাইকার আমাজুরা হলে মিউজিক অ্যাওয়ার্ডের আসর বসবে। এছাড়া ১ জুলাই ভার্জিনিয়াতে ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। পৃথক দুই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেন শো টাইম মিউজিকের প্রেসিডেন্স অ্যান্ড সিইও আলমগীর খান আলম।

ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন এবং চলচ্চিত্রের প্রায় ১৫ তারকা শিল্পী অংশ নেবেন। এর মধ্যে রয়েছে অভিনেত্রী পূজা চেরি, মিশা সওদাগর, অমিত হাসান, জায়েদ খান, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ, শাহনাজ খুশি, কেয়া পায়েল, তৃণা ও ইয়াসমিন। এতে সংগীত পরিবেশন করবেন চমক।

এছাড়া ২৫ জুন কুইন্সের আমাজুরা হলে সন্ধ্যায় মিউজিক অ্যাওয়ার্ডের আসর বসবে। সেখানে মঞ্চে সংগীত পরিবেশনা করবেন জনপ্রিয় সংগীতশিল্পী জেমস, তাহসান এবং চিরকুট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ