ভূমিকম্পে কাঁপল ভারত ও পাকিস্তানের কিছু অংশ। মঙ্গলবার (১৩ জুন) স্থানীয় সময় দুপুরে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন অবশ্য বলছে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৬।
এই ভূমিকম্প দিল্লিসহ ভারতের উত্তর অংশে অনুভূত হয়েছে। একই ভূমিকম্পে কেঁপেছে লাহোর, ইসলামাবাদ, পেশোয়ারসহ বেশ কয়েকটি শহর।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইট করে জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের দোদায় দুপুর ১টা ৩৩ মিনিটে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে।
পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) বলছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল কাশ্মীরের পূর্বাঞ্চলে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার, বলছে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭। এর কেন্দ্র উত্তর ভারতের পাঠানকোট থেকে ৯৯ কিলোমিটার উত্তরে।
এখনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর জানা যায়নি।