• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৫২ পূর্বাহ্ন

তীব্র গরমে জার্মানিতে বছরে ২০ হাজার মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৪ জুন, ২০২৩

তীব্র গরমে মৃত্যু ঠেকাতে ‘হিট প্রোটেকশন প্ল্যান’ তৈরির পরিকল্পনা করছে জার্মানি (প্রতীকী ছবি)

তীব্র গরমে নানা অসুখে ভুগে জার্মানিতে প্রতিবছর পাঁচ থেকে ২০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ মঙ্গলবার এই তথ্য জানান। আর তাই এই ধরনের মৃত্যু ঠেকাতে শিগগিরই ‘হিট প্রোটেকশন প্ল্যান’ তৈরির পরিকল্পনা করেছেন তিনি।

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে জার্মানিতে গরম আরও বাড়বে বলেও মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী লাউটারবাখ। তিনি বলেন, ‘আমরা যদি কিছু না করি তাহলে প্রতিবছর আমরা কয়েক হাজার প্রাণ হারাবো, যা অপ্রয়োজনীয়।’

জার্মান স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের বুঝতে হবে, গরম সংক্রান্ত মৃত্যু প্রতিরোধে জার্মানি ভালো অবস্থানে নেই।

জার্মানির আবহাওয়া অফিস ডিডব্লিউডি জানিয়েছে, তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর জার্মানি ও ইউরোপে ২০২২ সালটি ছিল উষ্ণতম বছরগুলোর একটি।

এদিকে ফ্রান্সকে অনুসরণ করে একটি হিট প্রোটেকশন প্ল্যান করার পরিকল্পনা করছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী লাউটারবাখ। ২০০৩ সালে প্রচণ্ড গরমে কয়েক হাজার মানুষের মৃত্যুর পর ফ্রান্স এ ধরনের একটি পরিকল্পনা গ্রহণ করেছিল।

এর আওতায় জনসচেতনতা কর্মসূচি বাস্তবায়ন, বাড়িতে গিয়ে পরামর্শ দেওয়া, বিভিন্ন জায়গায় শীতলীকরণ ব্যবস্থা গড়ে তোলা, তথ্য পর্যবেক্ষণের মতো কাজ করা হয়ে থাকে।

জার্মানির হিট প্রোটেকশন প্ল্যানে তাপপ্রবাহের মাত্রা অনুযায়ী কয়েকটি স্তর ঠিক করা হবে এবং প্রতিটি স্তরের জন্য করণীয় কিছু কাজ নির্দিষ্ট করা থাকবে। যেমন- সময় হলে হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় সম্পর্কে অসুস্থ ও বয়স্ক মানুষকে বার্তা পাঠানো, জনসমাগম বেশি হয় এমন জায়গায় শীতলীকরণ ব্যবস্থা গড়ে তোলা, বিনামূল্যে খাবার পানির ব্যবস্থা করা ইত্যাদি কাজ করা হতে পারে।

হিট প্রোটেশন প্ল্যান চূড়ান্ত করতে নার্স, চিকিৎসক, স্থানীয় ও কেন্দ্রীয় কর্মকর্তা, ক্লিনিক প্রতিনিধিদের সঙ্গে শিগগিরই আলোচনায় বসবেন স্বাস্থ্যমন্ত্রী। চলতি বছরই এই প্ল্যান বাস্তবায়নের পরিকল্পনা করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ