দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে দুই বছরেরও বেশি সময় ধরে চলছে সামরিক শাসন। অভ্যুত্থানের পর থেকেই জান্তা সরকার অভিযানের নামে সরকার বিরোধী বা ভিন্ন মতের হাজারো মানুষকে গ্রেপ্তার করেছে, চালিয়েছে নির্যাতন।
এসবের ফলে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ২০ মাসে ছয় হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে উঠে এসেছে একটি রিপোর্টে।
মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে নরওয়ের অসলো–ভিত্তিক পিস রিসার্চ ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
মূলত ২০২১ সালে অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের ক্ষমতায় আসে জান্তা। তখন থেকেই জান্তা প্রধান মিন অং হ্লাইং বিক্ষোভ দমনে ব্যাপক ধরপাকড় চালায়। সেখানকার পরিস্থিতি তুলে ধরতেই এই রিপোর্ট প্রকাশ করে নরওয়ের সংস্থাটি।
এই প্রতিবেদনের লেখকের মধ্যে দুইজনের একজন হল স্টেইন টনেসন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের প্রাপ্ত তথ্য থেকে এটা জানা যাচ্ছে, মিয়ানমারে সংঘর্ষে নিহতের সংখ্যা আগের পাওয়া সংখ্যার তুলনায় বেশি। এই সহিংসতার মূল হোতা জান্তা সরকার। এ ছাড়া জান্তাবিরোধী দলগুলোও এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।’
পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্টে বলা হয় , ২০২১ সালের ১ ফেব্রুয়ারির পর থেকে রাজনৈতিক কারণে নিহত হয়েছেন ৬ হাজার ৩৩৭ জন বেসামরিক নাগরিক। একই সময়ে আহত হয়েছেন আরও ২ হাজার ৬১৪ জন। সেখানে আরও বলা হয় প্রকৃত সংখ্যা এর চেয়েও আসলে অনেক বেশি।