• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

উগান্ডার স্কুলে উগ্রবাদী হামলা, নিহত ৪০

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৭ জুন, ২০২৩

উগান্ডার স্কুলে উগ্রবাদী হামলা, নিহত ৪০দ্যা অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স’ (এডিএফ) নামের একটি সংগঠনকে এ হামলার দায়ী করা হচ্ছে
পশ্চিম উগান্ডার একটি স্কুলে আইএসের সঙ্গে সংশ্লিষ্ট উগ্রবাদীরা হামলা করেছে। শুক্রবার তাদের আক্রমণে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। মৃতদের বেশিরভাগই ছাত্র।

এমপন্ডওয়ের লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয়ে হামলার ঘটনায় আরও আটজন গুরুতর আহত হয়েছেন। মৃতদের মধ্যে স্কুলের ছাত্রাবাসে থাকা বালকরাও রয়েছে।

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো (ডিআরসি)-ভিত্তিক ‘দ্যা অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স’ (এডিএফ) নামের একটি সংগঠনকে এ হামলার দায়ী করা হচ্ছে। উগান্ডায়ও তারা তাদের উগ্রবাদী কার্যক্রম চালায়।

দেশটির জাতীয় পুলিশের মুখপাত্র ফ্রেড এনাঙ্গা জানিয়েছেন, অনেক মৃতদেহকে বাভেরা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় (আনুমানিক) রাত ১১টা ৩০ মিনিটে পশ্চিম উগান্ডার কাসেস জেলার ওই স্কুলে হামলার ঘটনা ঘটে। ৬০ জনেরও বেশি শিক্ষার্থী ওই স্কুলে পড়াশোনা করত। তাদের অধিকাংশই সেখানে থাকতেন।

ফ্রেড এনাঙ্গা বলেন, এডিএফ বিদ্রোহীরা একটি ছাত্রাবাস পুড়িয়ে দিয়েছে। ঘটনার সময় একটি খাবারের দোকানও লুট করা হয়।

গণমাধ্যমকে উগান্ডার সেনাবাহিনীর মেজর জেনারেল ডিক ওলুম বলেছেন, কিছু ছেলেকে পুড়িয়ে বা কুপিয়ে হত্যা করা হয়েছে। স্কুলের অন্যরা, যাদের বেশিরভাগই মেয়ে, তাদের অপহরণ করেছে উগ্রবাদীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ