কয়েক দিনের অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে দেওয়া হয়েছে।
শনিবার (১৭ জুন) বিকেল ৩টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৮৪ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, নদীর পানি বাড়ায় ওই এলাকায় নতুন করে বন্যার শঙ্কায় দেখা দিয়েছে। এতে তিস্তাপাড়ের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। পাশাপাশি তিস্তার চর এলাকায় কয়েক হাজার একর আমন ক্ষেত পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম বলেন, পানি বাড়তে থাকায় শুক্রবার (১৬ জুন) রাতেই ব্যারাজের সবকটি জলকপাট খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে পানি প্রবাহ কিছুটা কমতে শুরু করেছে। এভাবে কমতে থাকলে বিকেলের দিকে পানি কমে যেতে পারে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, কয়েকদিনের অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তার পানি বেড়েছে। তবে ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।
তিস্তা চরের কৃষক আনোয়ার হোসেন বলেন, হঠাৎ করে নদীর পানি বৃদ্ধিতে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। রাত জেগে আছি। এখন পানি কিছুটা কমেছে।
একই এলাকার মফিজার রহমান বলেন, হঠাৎ করে আবার তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় আমরা আতঙ্কে আছি। যেভাবে পানি বাড়ছে তাতে চর এলাকায় বন্যা দেখা দিতে পারে। এতে অনেক কৃষকের ধান নষ্ট হয়ে যাবে।