• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন

আর্দ্রতা থেকেই তৈরি হবে বিদ্যুৎ! তাক লাগানো পরিবেশবান্ধব আবিষ্কার

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৮ জুন, ২০২৩

উষ্ণায়ন পৌঁছেছে চরম পর্যায়ে। শেষের সেদিন দূরে নয়, বলছেন পরিবেশবিদরা। এই অবস্থায় বিকল্প শক্তির খোঁজে গোটা পৃথিবীর বিজ্ঞানীরা। তেমনই এক সম্ভাবনার কথায় সকলেই অবাক। ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের একদল গবেষক দাবি করেছেন, ঘণ মেঘের আর্দ্রতাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কীভাবে?

বিশেষত বর্ষাকালে আকাশের ঘণ কালো মেঘে বিদ্যুতের তরবারি দেখেছি সকলেই। আলোর ওই ঝলকানি, কড়কড়ানি শব্দ বুকে ভয় ধরায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও বিরল না। না, সরাসরি এই বিদ্যুৎকে কাজে লাগানোর কৌশল এখনও আবিষ্কৃত হয়নি বটে, তবে অন্য উপায় বের করে ফেলেছেন বলে দাবি করেছেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের গবেষক জিয়াওমেং লিউ এবং জুন মেও।

দুই বিজ্ঞানীর দাবি, ঘণীভূত মেঘ যাতে বিন্দু বিন্দু জলকণা রয়েছে, তার থেকে বিদ্যুৎ তৈরির কৌশল আবিষ্কার করে ফেলেছেন তারা। ঘণীভূত মেঘের প্রতিটি জলকণাই আসলে চার্জড পার্টিকল। এদের থেকে বিদ্যুৎ তৈরি করতে পারবে নতুন ডিভাইস। ইতিমধ্যে গবেষণাগারে নতুন যন্ত্রের মাধ্যমে বিদ্যাৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়েছে।

বিজ্ঞানীরা দাবি করেছেন, সাফল্যের দিকেই এগোচ্ছে তাদের কাজ। এর ফলে ভবিষ্যতে পরিবেশের ক্ষতি না করেও বিদ্যুতের ঘাটতি মেটানো সম্ভব হবে। সূত্র: ইউরোনিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ