বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের সাধারণ মানুষ কষ্ট করবে, আর কিছু মানুষ লুটপাট করে খাবে। আমরা কি বসে বসে আঙুল চুষব? এটা হবে না।
রোববার (১৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
পুলিশের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র বলেন, পুলিশ কোনো দলের হয়ে কাজ করবে নাকি সঠিক দায়িত্ব পালন করবে, সেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে।
তিনি বলেন, এবার আর আগের মতো যেমন তেমন নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ। ক্ষমতা ছেড়ে এখনও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সময় আছে। অন্যথায় আমেরিকা নয়, গোপালগঞ্জেও যাওয়ার সুযোগ পাবেন না।
বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে কোনো জঙ্গিবাদ ও মৌলবাদ নেই। জঙ্গিবাদ দমন সরকারের একটি নাটক ছিল। সরকারের এসব নাটক বিশ্বের অন্যদেশগুলো বুঝতে পারায় এখন তার কৈফিয়ত চাচ্ছে।
সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, এই সরকার উন্নয়নের নামে জনগণকে বাঁশ দিতে ক্ষমতায় এসেছে। তারা রডের পরিবর্তে বাঁশ দিয়ে রাস্তা তৈরি করছে।
তিনি বলেন, আওয়ামী লীগ নাকি দেশে অনেক উন্নয়ন করেছে। তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন, দেখি কে হারে কে জিতে।