• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন

বছর শেষে ইরান-রাশিয়াসহ ইউরেশিয়ার দেশগুলোর মুক্ত বাণিজ্য চুক্তি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৯ জুন, ২০২৩

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সিই ওভারচুক বলেছেন, ইরান এবং রাশিয়ার নেতৃত্বাধীন ইউরেশিয়ার ইকনোমিক ইউনিয়ন (ইএইইউ) এ বছরের শেষের দিকে একটি মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করতে যাচ্ছে।

সোমবার ( ১৯ জুন) রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেসটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সিই ওভারচুক বলেছেন, ‘আমরা ভীষণ আশাবাদী যে , এবছরের শেষের দিকে এমন একটি চুক্তি হতে পারে।’

তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা মিশর, ভারত, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করছি। এ দেশগুলো আমাদের বন্ধু দেশ। তারা আমাদের ক্রমবর্ধমান বাজারও। তাই যথাক্রমে নতুন বহুমুখী বিশ্বের অর্থনৈতিক কেন্দ্র এখন তাদের দিকে অগ্রসর হচ্ছে। ‘

আলেক্সিই ওভারচুক আরও বলেন, এই মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তির বিষয়ে ইএইইউ এবং আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। তবে এ ধরনের আলোচনা ‘খুব কঠিন’ জানিয়ে তাতে বছরের পর বছর সময় লেগে যেতে পারে বলেন জানান তিনি।

একটি অন্তবর্তীকালীন চুক্তির স্থানে এই মুক্ত বাণিজ্য চুক্তিটি বর্ধিত অংশ হিসেবে সই হবে। যে চুক্তির আওতায় এরইমধ্যে কয়েক শ পণ্যের ওপর শুল্ক হ্রাস করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ