• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৫:০২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির বিরোধিতা নেতানিয়াহুর

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনাকৃত যেকোনো অন্তর্বর্তী চুক্তির বিরোধিতা করেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার এই কথা জানান তিনি।

ইসরায়েলের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর নেতানিয়াহু বক্তব্য রাখেন যে, ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সমঝোতা হয়েছে। এর অধীনে কিছু নিষেধাজ্ঞা উপশমের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা আটকে রাখতে চাইবে। প্রতিবেদনগুলো নিরপেক্ষভাবে নিশ্চিত করা যায়নি এবং যুক্তরাষ্ট্র প্রকাশ্যে এই ধরনের কোনো চুক্তি অস্বীকার করেছে। খবর ভয়েস অব আমেরিকার

নেতানিয়াহু বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে- সবচেয়ে সীমিত বোঝাপড়া, আমাদের দৃষ্টিতে যাকে ‘ক্ষুদ্র চুক্তি’ বলা হয়- তা লক্ষ্য পূরণ করে না এবং আমরা তার বিরোধী।

ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো গত সপ্তাহে জানিয়েছে, বোঝাপড়ার অধীনে ইরান নিষেধাজ্ঞা উপশমের বিনিময়ে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৬০ শতাংশে সীমিত করবে। সাইটটি আরও বলেছে, পক্ষগুলো পারস্পরিক বন্দী মুক্তি নিয়ে আলোচনা করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার গত সপ্তাহে বলেছেন যে, এমন কোনো চুক্তি নেই। তিনি আরও বলেন, প্রতিবেদনগুলো অসত্য।

ইরান বলেছে, তার কর্মসূচি বেসামরিক উদ্দেশ্যে।

ইসরায়েলের ধ্বংসের আহ্বান এবং সমগ্র অঞ্চল জুড়ে ইসরায়েল-বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের কথা উল্লেখ করে ইসরায়েল পারমাণবিক ইরানকে একটি বড় হুমকি হিসেবে বিবেচনা করে।

ইসরায়েল বলেছে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে তারা সামরিক পদক্ষেপের সম্ভাবনা বাদ দিচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ