• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৫০ অপরাহ্ন

ইসরায়েল কে অবৈধ বসতি স্থাপন বন্ধে আহ্বান জাতিসংঘের

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

ইসরায়েলকে অবিলম্বে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সমস্ত বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের অগ্রগতির পরিকল্পনাকে “উত্তেজনা ও সহিংসতা” এবং দীর্ঘস্থায়ী শান্তির পথে প্রধান বাধা হিসেবে বর্ণনা করেছেন।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, “মহাসচিব পুনর্ব্যক্ত করেছেন এ ধরনের বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তিনি আরও বলেছেন, এই অবৈধ বসতি সম্প্রসারণ উত্তেজনা ও সহিংসতা আরও বাড়াচ্ছে এবং মানবিক সংকট আরও গভীর হচ্ছে।”

সোমবার অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী অভিযানে পাঁচজন ফিলিস্তিনি নিহতের পরদিন এ বিবৃতি দিলেন জাতিসংঘের মহাসচিব। কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই সংঘর্ষে আহত হয়েছে আরও ৯০ জনের বেশি মানুষ।

সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে সাড়ে চার হাজারের বেশি ভবন নির্মাণের অনুমতি দেওয়ার পরিকল্পনা পেশ করেছে ইসরায়েল। আগামী সপ্তাহেই ইসরায়েলের সুপ্রিম প্ল্যানিং কাউন্সিলের বৈঠক হওয়ার কথা রয়েছে। অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচকে এ বসতি স্থাপন ত্বরান্বিত করার ক্ষমতা দেওয়া হয়েছে।

যদিও পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ না করার বিষয়ে যুক্তরাষ্ট্রের চাপ থাকার পরও এ পদক্ষেপ নিয়েছে দেশটির কট্টোর ডানপন্থী সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ