চিত্রনায়িকা অপু বিশ্বাসের সংসারে থাকাকালীনই শাকিব খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলী। গুঞ্জন আছে, বুবলীর মায়াজালে জড়িয়েই অপুকে দূরে সরিয়ে দিয়েছিলেন বাংলাদেশি কিং খান। কিন্তু থাকতে পারেননি বুবলীও। এই নায়িকার সঙ্গেও সংসার টিকে নেই বলে একাধিক বার জানিয়েছেন শাকিব খান। পাশাপাশি তার বিষধাগারও করেছেন।
সেই বুবলী শেষবারের মতো তার প্রাক্তন স্বামী শাকিব খানকে একটি বিশেষ অনুরোধ ও আকুতি জানালেন। বললেন, কিং খান যেন তাকে জড়িয়ে আর কোনো মিথ্যাচার ও অপপ্রচার না করেন। সম্প্রতি অভিনেতা ও সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়ের লাইভ সাক্ষাৎকারে গিয়ে কাঁদতে কাঁদতে এমন আকুতি জানান বুবলী। সেই সাক্ষাৎকারের অংশ বিশেষ জয় পোস্ট করেছেন ফেসবুক পেজে।
ওই সাক্ষাৎকারে বুবলীকে বিভিন্ন বিষয়ে প্রশ্নের শেষে উঠে আসে শাকিব খান ইস্যু। এ সময় সঞ্চালক জয়ের এক প্রশ্নের জবাবে শাকিব খানের উদ্দেশ্যে বুবলী বলেন, ‘আপনার কাছে শেষ রিকোয়েস্ট করছি, আপনি আর কোনো মিথ্যাচার ও অপপ্রচার করে, ব্লেইম-গেম করে আমাদের শেহজাদকে অপমান করবেন না। আপনার প্রতি আমার আর কিছু বলার নেই। আপনি আমার কাছে অনেক আগেই অপরিচিত হয়ে গেছেন।’
কান্নাজড়িত কণ্ঠে বুবলীর আকুতি, ‘এতো অপরিচিত হয়ে গেলেন আপনি! আমাকে খুব ভালো করে চেনেন আপনি। কেন এগুলো করছেন, আমি জানি না। আপনার যদি কোনো সিদ্ধান্ত থাকে, সেটা নিজের মতো করে নিন। কোনো অসম্মান নিয়ে আমি কিছু কন্টিনিউ করতে চাই না। আপনি সব সময় বলেন যে, শেহজাদের মা বা আপনার ওয়াইফকে সম্মান করেন। কিন্তু সেটা তো নিজের কাজ দিয়ে প্রমাণ করবেন। আপনি যে কাজগুলো করছেন, সেটা কি ঠিক হচ্ছে? একটা রুমে, একা বসে একটু চিন্তা করবেন। শিল্পী বা সুপারস্টার হিসেবে না, ব্যক্তি শাকিব খান হিসেবে।’
২০১৮ সালের ২০ জুলাই বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম হয় তাদের সন্তান শেহজাদ খান বীরের। গত বছরের ৩ অক্টোবর এসব খবর ফেসবুকে প্রকাশ করেন বুবলী। এরপর থেকে একাধিক সাক্ষাৎকারে শাকিব খান স্পষ্ট করেই জানান, বুবলীর সঙ্গে তার সংসার অনেক আগেই ভেঙে গেছে।
শুধু তাই নয়, বুবলীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগও করেন কিং খান। এছাড়া বুবলী দামি ফ্ল্যাট এবং দামি গাড়ি কেনার টাকা কোথায় পেলেন, সেসব নিয়েও প্রশ্ন তোলেন শাকিব খান। সাক্ষাৎকারে শাকিবের সেসব কথাকে মিথ্যাচার ও অপপ্রচার উল্লেখ করে, প্রাক্তন স্বামীকে এ কাজ থেকে বিরত থাকারই অনুরোধ জানালেন বুবলী।
এর আগে ২০০৮ সালে নিজের প্রায় ৮০টির সিনেমার নায়িকা অপু বিশ্বাসকেও গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান। ২০১৬ সালে কলকাতায় বড় ছেলে আব্রাহাম খান জয়ের জন্মও হয়েছিল গোপনে। এসব খবর অপু বিশ্বাস প্রকাশ করেন ২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে হাজির হয়ে।
শোনা যায়, সে সময় বুবলীর সঙ্গে শাকিব খানের সম্পর্কের বিষয়টি জানতে পেরেছিলেন অপু বিশ্বাস। তাই নিজের সংসার টেকাতে তড়িঘড়ি গিয়েছিলেন টিভি চ্যানেলে। কিন্তু অপুর সিদ্ধান্ত হিতে বিপরীত হয়। ওই ঘটনার ছয় মাসের মাথায় তাকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান। পরবর্তী তিন মাসের মধ্যে কোনো সমাধান না হওয়ায় শাকিব-অপুর তালাক কার্যকর হয়ে যায়।