• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন

পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ‘বাস্তব’: বাইডেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: রয়টার্স

কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকি ‘বাস্তব’। সোমবার (১৯ জুন) এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে নিন্দা জানানোর কিছু দিন পর এমন মন্তব্য করলেন বাইডেন।

সোমবার জো বাইডেন বলেন, “পুতিনের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে আমি উদ্বিগ্ন। তার হুমকি ‘বাস্তব’।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, দুই বছর আগে আমি যখন কলোরাডো নদী শুকিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলাম, সবাই আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেনও আমি পাগল। আমি যখন বলি পুতিনের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি বাস্তব, তখনও তারা একইভাবে আমার দিকে তাকায়।

প্রথমবারের মতো নিজ ভূখণ্ডের বাইরে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। গত সপ্তাহে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলছেন, এসব অস্ত্রের মধ্যে এমন কিছু অস্ত্র আছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপিত পারমাণবিক বোমার চেয়েও ৩ গুণ শক্তিশালী। এগুলোর পাল্লা ও ক্ষমতা কম। ফলে এগুলো রণক্ষেত্রে ব্যবহার করা সম্ভব।

রাশিয়ার এই পদক্ষেপকে ‘সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন’ কর্মকাণ্ড হিসেবে শনিবার (১৭ জুন) আখ্যা দিয়েছিলেন বাইডেন।

চলতি বছরের মার্চে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন পুতিন। এই পদক্ষেপকে ভালো দৃষ্টিতে দেখছে না যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো।

এ বিষয়ে সমালোচনার মুখোমুখি হওয়ার পর যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়েছেন পুতিন। তিনি উল্লেখ করেছেন, বিগত কয়েক দশক ধরেই ইউরোপের বিভিন্ন দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে আসছে ওয়াশিংটন।

ইউক্রেনের যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে বারবার সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন মিত্রদের পাশাপাশি চীনও বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ