রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারিভাবে এগিয়ে আছে আওয়ামী লীগ ও ১৪ দল মনোনীত মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। ইতোমধ্যে ছয়টি কেন্দ্রের ফলাফলে তিনি ব্যাপক ব্যবধানে এগিয়ে আছেন।
ছয়টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) পেয়েছেন ৫০২২ ভোট। তার ধারেকাছেও নেই কেউ।
জাতীয় পার্টির মো. সাইফুল ইসলাম স্বপন লাঙল প্রতীক নিয়ে পেয়েছেন ২২৩ ভোট। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরশিদ আলম হাতপাখা প্রতীক নিয়ে ২০৭ এবং জাকের পার্টির মো. লতিফ আনোয়ার গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৩০৬ ভোট।
বেসরকারি সূত্রে বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে।
রাজশাহী সিটিতে ১৫৫টি ভোটকেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ হয়েছে।
সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এই সিটিতে এর মধ্যে এক লাখ ৭১ হাজার ১৬৭ জন পুরুষ, এক লাখ ৮০ হাজার ৮০৯ জন মহিলা এবং ছয়জন হিজড়া ভোটার রয়েছেন।
মেয়র পদে চারজন, ৩০টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১১ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।