এক মামলা থেকে জামিন পাওয়ার পর অর্থপাচারের আরেক মামলায় বুধবার পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রেসিডেন্ট চৌধুরী পারভেজ এলাহিকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্ত বিষয়ক এজেন্সি এফআইএ। লাহোর থেকে অনলাইন জিও টিভি বলছে, দুর্নীতি বিষয়ক আদালত মঙ্গলবার এলাহিকে মুক্তি দিতে কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেয়। পাঞ্জাব প্রাদেশিক পরিষদে বেআইনি নিয়োগ দেয়ার এক মামলায় তিন সপ্তাহ ধরে জেলে ছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার ১০ লাখ রুপির বিনিময়ে জামিন পান। কিন্তু ভাগ্য খারাপ। তাকে মুক্তি দেয়ার নির্দেশের কয়েক ঘন্টার মধ্যে পিটিআই প্রেসিডেন্ট পারভেজ এলাহি এবং ছেলে মুনিস এলাহির বিরুদ্ধে অর্থপাচারের নতুন মামলা হয়।
উচ্চ আদালতে তিনি স্বাভাবিক জামিন পাবেন এ মামলায়, এই আশায় ‘সিউরিটি’ বন্ডে জামিন আবেদন করেননি মঙ্গলবার। ফলে তাকে ক্যাম্প জেলে রাখা হয়। সেখান থেকে এফআইএ কর্মকর্তারা তাকে নিয়ে যান।
পারভেজ এলাহি পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী। তিনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার সকালে তাকে নিরাপত্তা হেফাজতে নিয়ে যান এফআইএ কর্মকর্তারা।
এরপর লাহোরে সার্ভিসেস জেনারেল হাসপাতালে তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়। সেখান থেকে তাকে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। তারপরই তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওদিকে মেডিকেল পরীক্ষায় তার রিপোর্ট ভাল দেখা গেছে। অর্থাৎ তিনি সুস্থ আছেন। এফআইএ তার ১৪ দিনের রিমান্ড চাইবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, পারভেজ এলাহি এবং তার ছেলে মুনিস এলাহি ৫টি পানামা কোম্পানিতে শত শত কোটি রুপি বিনিয়োগ করেছেন বলে অভিযোগ আছে। সূত্রগুলো বলেছে, এসব কোম্পানি কিনতে তারা অর্থ পাচার করেছেন।