তুরস্কের নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ ও অর্থমন্ত্রী মেহমেত সিমসেক বুধবার সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন।
রাষ্ট্রপতির দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সিমসেক ও ইলমাজ এক দিনের সফরের জন্য বুধবার গভীর রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে আঙ্কারা ত্যাগ করেছেন।
তুরস্ক গত মাসে সংযুক্ত আরব আমিরাতের সাথে একটি ব্যাপক অংশীদারিত্ব চুক্তি অনুমোদন করেছে।
এই চুক্তির ফলে বছরের পর বছর ধরে দুই দেশের মধ্যে চলা টানাপোড়েনের অবসান হতে যাচ্ছে। তুরস্ক ও আবুধাবির মধ্যকার গভীর অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে।