• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

জিন্নাহ হাউস হামলার ঘটনায় ইমরান ও তার স্ত্রীকে তলব

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

জিন্নাহ হাউস হামলার ঘটনা তদন্তে যোগ দিতে পিটিআই প্রধান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তলব করেছে পাকিস্তানি পুলিশ। বুধবার ওই মামলায় পিটিআই দলের অন্য চার নেতাকেও লাহোর ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের (তদন্ত) কার্যালয়ে যেতে হবে।

এ বিষয়ে ২০ জুন তারিখে জারি করা মামলার নোটিশগুলোতে সাবেক ফেডারেল মন্ত্রী হাম্মাদ আজহার ও ইমরান খানের ভাগ্নে হাসান খান নিয়াজিকেও তলব করা হয়েছে।

জিন্নাহ হাউস হামলার ঘটনায় সারোয়ার রোড থানায় দায়ের করা একটি মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ইমরান খান কারাগারে থাকাকালীন জিন্নাহ হাউসে ভাংচুর ও অগ্নিসংযোগকারীদের সহায়তার অভিযোগে এক মামলায় তাদের নথিভুক্ত (অভিযুক্ত) করা হয়।

ডন ডটকমের দেখা নোটিশ অনুসারে, অভিযুক্ত ব্যক্তিদের অর্পিত তদন্ত কার্যক্রমে যোগদানের জন্য ২১ জুন সন্ধ্যা ৭টায় ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের (তদন্ত) কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। ওই কার্যালয়টি লাহোর অ্যাবট রোডের কিলা গুজ্জর সিং এলাকায় অবস্থিত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার এ নোটিশ জারি করেছে।

দেশটির সাবেক মন্ত্রী মুরাদ সাঈদকেও একই ধরনের নোটিশ দেওয়া হয়েছে। তবে তাকে ২৩ জুন পুলিশের সামনে হাজির হতে হবে।

এদিকে ইমরান খানের আইনি উপদেষ্টা অ্যাডভোকেট আজমিউল্লাহ খান স্থানীয় সময় রাত ৮টার একটু আগে ডন ডটকমকে বলেছেন, তারা জামান পার্কে পাঞ্জাব সরকারের নোটিশটি পেয়েছেন।

তিনি আরও বলেন, পিটিআই প্রধান ইমরান খান ও তার স্ত্রী আজ পুলিশের সামনে উপস্থিত হবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ