বিনোদন রিপোর্ট: চিত্রনায়ক শাকিব খান ও বুবলীর মধ্যকার বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরেই পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন তারা। এর মধ্যেই শাকিবের সাথে অপু বিশ্বাসের একটি সুসম্পর্ক গড়ে উঠেছে বলে জানা যায়। বিশেষ করে অপু বিশ্বাস শাকিবের নানা বিষয় নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন। সবশেষ আসনড়ব ঈদে মুক্তি প্রতিক্ষিত শাকিবের সিনেমা ‘প্রিয়তমা’র ফার্স্ট লুক দেখেউচ্ছ্বাস প্রকাশ করেছেন অপু।
সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ হওয়ার পর অপু তার ফেসবুক পেজে সেটি শেয়ার করেছেন। সেই সঙ্গে শাকিবকে শুভকামনাও জানিয়েছেন। অপু বলেছেন, সত্যি কথা বলতে কি, প্রিয়তমা’য় শাকিবের এই লুকটায় আমি মুগ্ধ। নায়িকা হিসেবে নয়, একজন দর্শকের জায়গা থেকে আমার খুব ভাল লেগেছে। একজন নায়ক মানে, এরকমই। সবাই যাকে দেখে ‘ওয়াও’ বলছে, আমি না বলে কি পারি! এসব কিছুর পর আবারো শাকিব-অপুর মিলে যাওয়ার গুঞ্জনের ডালপালা মেলেছে।
অনেকেই মনে করছেন, তারা হয়তো আবারো একসঙ্গে থাকা শুরু করবেন। এ ব্যাপারে বুবলী বলেছেন, তারা যদি মিলে যান তাহলে তাদেরকে ‘মোস্ট ওয়েলকাম’। বুবলী বলেন, তবে এটা গোপন করার দরকার কি? তারা সম্মানের সঙ্গেই বলতে পারেন, যে তারা একটি সিদ্ধান্তে যাচ্ছেন। তার মানে এই না, আমাকে অপদস্থ করে তারপর কোনো সিদ্ধান্তে যেতে হবে। এদিকে সম্প্রতি শাকিব খান জানিয়েছেন, বাস্তব জীবনে বুবলীর সঙ্গে তার সব স¤পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে। তবে সন্তানের জন্য যা করণীয়, শুধুমাত্র ততটুকুই করব। এর বাইরে আর কিছু নয়। সেই সঙ্গে বুবলীর সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। শাকিবের এসব মন্তব্যের পর বুবলী জানান, সংসারটা টিকিয়ে রাখার সকল চেষ্টাই করেছেন তিনি।