একের পর এক চমক নিয়ে আসছে সুপারস্টার শাকিব খানের মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘প্রিয়তমা’। পোস্টার, ফার্স্টলুক, থার্ডলুক দিয়ে সবাইকে চমকে এবার মুগ্ধতায় ভাসাল ছবিটির কোরবানির গান।
আজ শনিবার সন্ধ্যায় গানটি প্রকাশ করা হয় সামাজিক মাধ্যমে। কবুল করো কোরবানি শিরোনামের এ গানে কোরবানির আবহ তুলে ধরা হয়েছে। সেইসঙ্গে ত্যাগের মহিমায় উজ্জ্বল হতে বলা হয়েছে।
প্রকাশের সঙ্গে সঙ্গেই গানটি দেখতে মৌমাছির মতো ভিড় করেছেন শাকিবের অনুরাগীরা। মন্তব্যের ঘরে জানিয়েছেন ছবিটির জন্য শুভকামনা। সেইসঙ্গে প্রিয় তারকার পাশে থাকারও অঙ্গীকার করেছেন তারা। তাদের উন্মাদনা দেখে এটা স্পষ্ট যে এবার ঈদ মাতাবে শাকিবের গান।
‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। টেলিভিশন সিরিয়ালের পরিচিত মুখ তিনি। জানা গেছে, ২০২২ সালে জি-বাংলায় প্রচারিত ধারাবাহিক ‘পিলু’ সিরিয়ালে অভিনয় করেন ইধিকা। এরপর ‘রিমলি’ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। সিরিয়ালপ্রেমীদের কাছে তিনি মোটামুটি জনপ্রিয়।
‘প্রিয়তমা’ সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ঈদে মুক্তি পাবে ছবিটি।