রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার সশস্ত্র বিদ্রোহ শুরু করার পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এ সময় পুতিনকে ‘কমন সেন্স’ নিয়ে কাজ করার পরামর্শ দেন এরদোয়ান।
এর আগে টিভিতে দেওয়া ভাষণে ওয়াগনারের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ বলে অভিহিত করেন পুতিন। এ সময় তিনি বলেন, যারা রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছে, তাদের শাস্তি দেওয়া হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
প্রতিবেদনে আরও বলা হয়, এরদোয়ান প্রথম কোনও নেতা যিনি ভাষণের পর পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় দুই প্রেসিডেন্ট রাশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। একপর্যায়ে দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানে তুরস্ক ভূমিকা রাখতে চায় বলে আগ্রহ প্রকাশ করে।
প্রসঙ্গত, ইউক্রেনে সংঘাত শুরু হওয়ার পর থেকে মস্কো এবং কিয়েভ উভয়ের সাথেই শক্তিশালী সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছেন এরদোয়ান।