মোদির সম্মানে নয়া সংযোজন মিসরের ‘অর্ডার অফ দ্য নাইল’মিসরের সর্বোচ্চ ,
মিসরের সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার তাকে ‘অর্ডার অফ দ্য নাইল’ সম্মানে সম্মানিত করেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি। দু’জনের মধ্যে বিভিন্ন ইস্যুতে বৈঠকও হয়েছে। এটাকে মোদির সম্মানের তালিকায় নয়া সংযোজন বলে মনে করা হচ্ছে।
এখন মিসর সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। দু’ দিনের জন্য দেশটিতে গেছেন তিনি। শনিবার মোদিকে বিমানবন্দরে স্বাগত জানান মিসরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবাওলি। গত দু’ দশকের বেশি সময়ে, প্রথমবার কোনো ভারতীয় প্রধানমন্ত্রী মিসর সফর করেছেন।
শনিবার মিসরে পৌঁছেছেন মোদি। রোববার মোদির হাতে সে দেশের সর্বোচ্চ সম্মান তুলে দেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি। রোববার কায়রোর আল হাকিম মসজিদ ও হেলিওপলিস কমনওয়েথ ওয়ার সিমেট্রিতে যান এ ভারতীয় প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, মিসরের প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠকে উঠে আসে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকার। বাণিজ্য, বিনিয়োগের পাশাপাশি কী করে দুই দেশের নাগরিকদের মধ্যে সম্পর্ক আরও গভীর এবং মসৃণ করা যায়, সে বৈঠকে তা নিয়েও আলোচনা করেন মোদি এবং আবদেল ফাত্তাহ এল-সিসি।