• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন

ওয়াগনারের বিদ্রোহ নিয়ে ইরানের বক্তব্য

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৬ জুন, ২০২৩

অবশেষে রাশিয়াতে ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের বিদ্রোহ নিয়ে মুখ খুলেছে ইরান। এ বিষয়ে রাশিয়াকে সমর্থন জানিয়েছে মুসলিম এ দেশটি।

সাম্প্রতিক রাশিয়ায় ওয়াগনারের বিদ্রোহ সম্পূর্ণরূপে দেশটির অভ্যন্তরীণ বিষয় এবং এ ব্যাপারে ইরান রুশ কর্তৃপক্ষের নিজস্ব আইনের শাসনে বিশ্বাসী বলে জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানির বরাতে এ খবর জানায় বার্তা সংস্থা আল আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, তেহরান আশা করছে রাশিয়ার আইন অনুযায়ী এ বিদ্রোহের সমাধান হবে এবং কোনো রক্তপাত ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক হবে।

এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “আমি নিশ্চিত যে রাশিয়া এই বিদ্রোহ ও তার পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করে সামনে এগিয়ে যাবে। এটা সম্পূর্ণরূপেই দেশটির অভ্যন্তরীণ বিষয়।“

তিনি আরও বলেন, ইরান ও রাশিয়া পরস্পরের প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র। তারা এ দেশটিতে আইনের শাসন প্রতিষ্ঠাকে সমর্থন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ