বাজারে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী। প্রতিদিনই বাড়ছে দাম। গতকাল দেশের কোথাও কোথাও ১০০০-১২০০ টাকা কেজিতেও কাঁচা মরিচ বিক্রির খবর পাওয়া গেছে। এরই মধ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করলো ছয় ট্রাক ভারতীয় কাঁচামরিচ।
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রবিবার (০২ জুলাই) আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। প্রথা চালানেই এসব কাঁচামরিচ এসেছে দেশে। আমদানি অব্যহত থাকলে দেশের বাজারে কাঁচা মরিচের দাম কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বন্দর তথ্য কর্মকর্তা শান্ত হাওলাদার কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। বেলা ১২টা পর্যন্ত ২১ ট্রাক পাথর ও ৬ ট্রাক কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে। আরো প্রায় ৫০ ট্রাক কাঁচা মরিচ প্রবেশের অপেক্ষায় আছে।
এদিকে রবিবার সাতক্ষীরায় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি দরে।
মাত্র দুই-তিন দিনের ব্যবধানে ২০০ টাকার কাঁচা মরিচের দাম বেড়ে ৫০০ টাকা হয়েছে। কোথাও কোথাও দাম এর চেয়েও অনেক বেশি।
ব্যবসায়ীরা জানান, কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করলেও বড় বাজারে এখনো এসে পৌঁছেনি। ভারতীয় কাঁচা মরিচ বাজারে এলেই দাম কমবে। কত কমতে পারে জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন, এটি নির্ভর করে কী পরিমাণ আমদানি হয়েছে।
জোগান চাহিদার সমান হলে দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।