ভারতের উত্তর প্রদেশের কানপুরে রাস্তায় ঈদুল আজহার নামাজ পড়ায় ৪০ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সরকার এভাবে রাস্তায় নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছিল।
জানা গেছে, পুলিশ ছবি ও ভিডিও দেখে সেখানে সমবেতদের খুঁজছে।
মকতুব মিডিয়ায় খবর দেয়া হয়েছে যে ওই লোকগুলো কানপুরের জাজমাউ এলাকার ঈদগাহ মসজিদে স্থান না পেয়ে রাস্তায় নামাজ আদায় করেছিলেন।
কানপুর পুলিশের সহকারী কমিশনার ব্রজনারায়ণ সিংহের উদ্ধৃতি দিয়ে দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ওই ৪০ ব্যক্তির বিরুদ্ধে ইন্ডিয়ান প্যানাল কোডের ১৮৬ (সরকারি কাজে বাধা দেয়া), ১৮৮ (সরকারি আদেশের অবাধ্যতা), ২৮৩ (সরকারি রাস্তায় চলাচলে বাধা) ও ৩৪১ ধারায় (অন্যায় নিয়ন্ত্রণ) অভিযোগ আনা হয়েছে।
তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
এর আগে গত ঈদুল ফিতরের সময়ও কানপুরে ঈদগাহের বাইরে নামাজ পড়ায় ২ হাজারের বেশি মানুষের বিপক্ষে তিনটি মামলা দায়ের করেছিল পুলিশ।
সূত্র : সিয়াসাত