ঈদুল আযহায় ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে বড় পর্দায় রাজকীয় অভিষেক ঘটেছে চিত্রনায়ক আফরান নিশোর। মুক্তির পর থেকে এখনও দাপটের সাথে চলছে সিনেমাটি। বাংলাদেশ পেরিয়ে সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এমনটা জানিয়েছেন শাহরিয়ার শাকিল।
তিনি বলেন, ইন্ডিয়াতে এসভিএফ (শ্রী ভেংকটেশ ফিল্মস) থেকে সেন্সরে ‘সুড়ঙ্গ’ জমা দেয়া হয়েছে। তবে আশা করা যাচ্ছে ২২ জুলাই মুক্তি দেয়া যাবে। এটি কোনো বিনিময়ে যাচ্ছে না। বাংলাদেশের আইন অনুযায়ী ইন্ডিয়া থেকে কোনো ছবি এদেশে এনে দেখাতে হলে বিনিময়ে এদেশের একটি ছবি সেখানে মুক্তি দিতে হবে। যেহেতু এসভিএফ ইন্ডিয়ান কোম্পানি তারা এদেশ থেকে নিচ্ছে তাই বিনিমিয়ে আরেকটি ছবি আনার দরকার পড়ছে না।
২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। দর্শকের তুমুল সাড়ায় মাল্টিপ্লেক্সগুলোতে শো বাড়ছে দ্বিগুণ হারে! স্টার সিনেপ্লেক্সের সাত শাখায় সর্বোচ্চ ৩৩টি করে শো চলছে সিনেমাটির। এছাড়াও লায়নস সিনেমাতে চলছে প্রতিদিন ৮টি শো।
রায়হান রাফি পরিচালিত এ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা।