• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

এবার বেড়েছে আদার ঝাঁঝ, কেজি ৫০০ টাকা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২ জুলাই, ২০২৩

কোনো কারণ ছাড়াই কয়েক মাস ধরে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা চলছে। এমন পরিস্থিতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে।

এদিকে, কাঁচা মরিচের ঝাঁঝ কমতে না কমতেই বেড়েছে আদার ঝাঁঝ। প্রতি কেজি দেশি আদা বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫২০ টাকায়।

ক্রেতারা বলছেন, নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের বাজার দেখার কেউ নেই। কোনো কারণ ছাড়াই আদার দাম বৃদ্ধি করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় আদার দাম বৃদ্ধি পেয়েছে।

২ জুলাই. রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি আদা বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫২০ টাকায়। বার্মিজ আদা বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪২০ টাকার মধ্যে। থাই আদা ও ভারত থেকে আমদানি করা আদা বিক্রি হয়েছে ৩৫০ টাকা ও ২৫০ টাকায়।

ক্রেতারা বলছেন, এক সপ্তাহ আগেও কারওয়ান বাজারে প্রতি কেজি দেশি আদা বিক্রি হয়েছে ৪০০ টাকায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্যমতে, দেশে আদার চাহিদা প্রায় ৩ লাখ ৭১ হাজার ৩৩৫ মেট্রিক টন। গত অর্থবছরে দেশে আদার উৎপাদন ছিল ২ লাখ ৪৫ হাজার ৬০০ মেট্রিক টন। আমদানি করা হয়েছিল ১ লাখ ৬৬ হাজার ৯৯৫ মেট্রিক টন। এ বছর দেশে আদার উৎপাদন কমে ১ লাখ ৯৩ হাজার মেট্রিক টনে দাঁড়িয়েছে। যার ফলে আদায় ঘাটতি তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ