রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা অভিযান হবে দীর্ঘ, কঠিন ও খুবই রক্তক্ষয়ী। এমনটা বলেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা ও জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি। রবিবার ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেসক্লাবে এক সভায় এ কথা বলেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের।
এক বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। এই অভিযানে দেশটির সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকা দখল করে নিয়েছে দেশটি। অধিকৃত ওই সব এলাকা পুনরুদ্ধারে গত মাসের শুরুর দিকে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করে ইউক্রেনীয় বাহিনী। তবে পাল্টা অভিযানে এখন পর্যন্ত খুব একটা সুবিধা করতে পারেনি ইউক্রেন। যেভাবে বলা হয়েছিল, সেভাবে অগ্রগতি হয়নি। ইউক্রেনের এই পাল্টা অভিযান বিষয়ে কথা বলেন মার্কিন জেনারেল মার্ক মিলি। পাল্টা অভিযানের ধীরগতি নিয়ে তিনি বলেন, প্রত্যাশার চেয়ে ধীরগতিতে অগ্রগতি হওয়াতে তিনি বিস্মিত নন। তিনি বলেন, ইউক্রেন অবিচলভাবেই সামনে এগোচ্ছে।