• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন

বাপ্পী চৌধুরীর সঙ্গে প্রেমের গুঞ্জন অপু বিশ্বাসই ছড়িয়েছিলেন! কিন্তু কেন?

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩ জুলাই, ২০২৩

১০ বছরের সংসার ভেঙে যায় মুহূর্তেই। ২০১৭ সালের এপ্রিলে অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠান দেশসেরা নায়ক শাকিব খান। তারই মাঝে গুঞ্জন রটে, ঢালিউডেরই এক নায়কের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে অপু বিশ্বাসের। নাম ওঠে বাপ্পী চৌধুরীর।

যদিও সেই গুঞ্জন বেশিদিন স্থায়ী হয়নি। কয়েক বছর চাপাই ছিল। গত বছর ফের মাথাচাড়া দিয়ে ওঠে বাপ্পী চৌধুরীর সঙ্গে অপু বিশ্বাসের প্রেমের গুঞ্জন। তারও কয়েক মাস আগে থেকে চলছিল দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় বাপ্পী-অপু জুটির প্রথম ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এর কাজ।

শুটিং ও অন্যান্য কাজ শেষে এই সিনেমা মুক্তি পায় গত বছরের ১১ ফেব্রুয়ারি। চমকপ্রদ খবর হলো, এই ছবিকে প্রচারের আলোয় আনতে বাপ্পীর সঙ্গে প্রেমের গুঞ্জন নাকি স্বয়ং অপু বিশ্বাসই ছড়িয়েছিলেন! কোরবানির ঈদের দিনে দেয়া একটি সাক্ষাৎকার এমনটাই জানান নায়িকা।

অপু বিশ্বাসের কথায়, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ দিয়ে আমি চলচ্চিত্রে কামব্যাক করছিলাম। আমি নায়িকা হিসেবে ফিরছি, সাধারণ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে হবে তো! তাই আমিই পরিচালক দেবাশীষ দাদা ও বাপ্পীর সঙ্গে মিলে এই পরিকল্পনাটা করি। সত্যি বলতে তা কাজেও দেয়। আমার কামব্যাক ফিল্ম সবার দৃষ্টি আকর্ষণ করে।’

তবে শুধু অপু বিশ্বাস নন, বলিউড-টলিউডে প্রায়ই এরকম ঘটনা ঘটে। সিনেমার প্রচারের জন্য নায়ক-নায়িকার প্রেমের গুঞ্জন ছড়িয়ে দেয়া হয়। কিন্তু সিনেমা মুক্তির পর দেখা যায়, আসলে সেই গুঞ্জনের কোনো ভিত্তিই নেই। সেই পথে হেঁটেছিলেন অপুও।

এবার ইদে মুক্তি পেয়েছে এই নায়িকা অভিনীত ও প্রযোজিত ‘লাল শাড়ি’। সরকারি অনুদানের এই সিনেমায় অপু বিশ্বাসের নায়ক সাইমন সাদিক। অপু-জয় প্রোডাকশনের ‘লাল শাড়ি’ প্রেক্ষাগৃহে ভালোই সাড়া ফেলেছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে খবর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ