• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

বরিশালে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩ জুলাই, ২০২৩

বরিশালে বিনা উদ্ভাবিত জিংক সমৃদ্ধ আমন ধান বিনা ২০ এর চাষাবাদ পদ্ধতি ও সংরক্ষণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় জেলার রহমতপুর বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্রের হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিনা মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

রহমতপুর বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্ত নাজমুন নাহার এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ বিনা পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ, রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু, বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার, বরিশাল খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম এবং বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান। বরিশাল জেলার ৬০ জন কৃষক এই বিনা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ