• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

শাকিব খানের স্ত্রী-সন্তান নিয়ে আফরান নিশোর কটাক্ষ!

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

নাম উল্লেখ না করে শাকিব খানের গোপন বিয়ে-বউ ও সন্তান নিয়ে খোঁচা মারলেন আফরান নিশো। এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেতার ‘সুড়ঙ্গ’ সিনেমা। এর মাধ্যমে বড়পর্দায় নাম লিখিয়েছেন তিনি।

সিনেমাটির প্রতি দর্শক আগ্রহ ভালো থাকলেও চিন্তার কারণ হয়ে দাঁড়ায় পাইরেসি। এই বিষয়টি নিয়ে কথা বলতে সোমবার (৩ জুলাই) বিকালে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের মুখোমুখি হয় ‘সুড়ঙ্গ’র টিম। সেখানেই কথা প্রসঙ্গে শাকিব খানের ব্যক্তিজীবনের প্রসঙ্গ উঠে আসে।

নিশোর সিনেমা শাকিবের ‘প্রিয়তমা’র সঙ্গে লড়তে হচ্ছে। এজন্য তিনি কোনো চাপে আছেন কি না— জানতে চাইলে বলেন, ‘চাপ তো কোনোসময় ছিল না, শুটিংয়ের সময় ছিল। আর চাপটা কীসের? বয়স হয়ে গেছে চল্লিশের ওপরে। অনেক দিন ধরে কাজ করছি।’

এরমধ্যেই এক গণমাধ্যমকর্মী বললেন, বয়সটা বলে দিলেন! তখন এলো নিশোর ইঙ্গিতপূর্ণ মন্তব্যটি। সেটা এ রকম, ‘বয়স বলতে তো আমার সমস্যা নেই। আমি তো সো কল্ড ওই হিরো না যে, বিয়ে করে বউয়ের কথা বলব না। বাচ্চার কথা বলব না।’

তবে এই মন্তব্যে বিতর্ক আঁচ করতে পেরে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন নিশো। বলেন, ‘এসব ধারণা অনেক আগে ছিল যে তোমরা যারা নায়ক, তারা বের হয়ে জনগণের সঙ্গে দেখা-সাক্ষাৎ করো না। অনেক বেশি এক্সক্লুসিভ থাকো। কিন্তু আমরা যারা ছোট পর্দায় কাজ করেছি, ভক্তরা আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করছে। তাদের সঙ্গে মতবিনিময় করা, সহজ হওয়া, কথা বলা, এটা আসলে ভদ্রতা, আন্তরিকতা। এটা বৈশ্বিকভাবেই হয়ে থাকে।’

তবে বিতর্ক এড়ানো যায়নি। শাকিবিয়ানরা নিশোর সমালোচনায় নেটপাড়া গরম করে ফেলেছেন। কেউ কেউ তো তাকে বয়কটের ডাকও দিয়েছেন। ওদিকে নিশোর অনুরাগীরা পাল্টা আক্রমণ করছেন তাদের। তারা বলছেন, মন্তব্যটি শাকিবকে নিয়ে করেননি নিশো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ