• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিষয়ে যা বললো ইরান

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি

ফিলিস্তিনের জেনিন শহরে ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ওই হামলাকে ‘রাষ্ট্রীয় উগ্রবাদের’ সর্বোৎকৃষ্ট উদাহরণ বলে আখ্যায়িত করেছে দেশটি।

সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, এই ঘৃণ্য আগ্রাসন প্রমাণ করে যে ইসরায়েলের সঙ্গে কথিত শান্তি প্রতিষ্ঠা করে এই দখলদার সরকারের যুদ্ধযন্ত্র-কে বন্ধ করা যাবে না।

সোমবার ভোররাতে ইসরায়েলি সেনারা জেনিন শহর ও জেনিন শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালায়। এতে অন্তত ৯ ফিলিস্তিনি নিহত এবং অসংখ্য মানুষ আহত হন।

এ বিষয়ে নাসের কানয়ানি বলেন, “জেনিন শহরে আকাশ ও স্থলপথে সম্মিলিত আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। তারা ফিলিস্তিনে ভয়াবহ অপরাধযজ্ঞ সংঘটিত করেছে এবং এটা তাদের রাষ্ট্রীয় উগ্রবাদের সুস্পষ্ট উদাহরণ।

ইরানের এই মুখপাত্র আরও বলেন, “এসব ঘৃণ্য অপরাধ করা ইসরায়েলের মজ্জাগত স্বভাবে পরিণত হয়েছে। জেনিনে সর্বশেষ যে ভয়াবহ হামলা তেল আবিব চালিয়েছে তাতে আরেকবার এ কথা প্রমাণিত হয়েছে যে ইসরায়েলের সঙ্গে আপোষ করে এই সরকারের যুদ্ধযন্ত্রকে বন্ধ করা যাবে না এবং এই দখলদার শক্তি শান্তি চায় না। এ কারণে তাদেরকে বিশ্বাসও করা যায় না।”

নাসের কানয়ানি বলেন, ‘ফিলিস্তিনি জনগণ ইসরায়েলি সরকারের কাছ থেকে তাদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের চেষ্টা করা ছাড়া অন্য কোনো অপরাধ করেনি।’ এছাড়া তিনি আশা করেন যে ফিলিস্তিনি জাতি এক সময় ইসরায়েলকে পরাজিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ