• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় দুই শিশু আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঘটে এ ঘটনা। ইতিমধ্যেই একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার ড্যানিয়েল এম. আউটল। তিনি জানান, কিংসেসিং এলাকার আশপাশে গুলির ঘটনার পরে একটি এআর-স্টাইলের রাইফেল, হ্যান্ডগান, বুলেটপ্রুফ ভেস্ট, ভেস্টে থাকা একাধিক গোলাবারুদসহ সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নিহত চারজনের মধ্যে তিনজনের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্যে। আরেকজনের বয়স তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গুলি চালানোর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে এ ঘটনায় আটজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছিল।

বন্দুক সহিংসতা আর্কাইভের তথ্যানুসারে, চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৩৩৯টি গণগুলির ঘটনা ঘটেছে। চার বা তার বেশি লোককে গুলি করা হলে একে গণগুলি বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ