• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

ক্যারিয়ার ধ্বংসের কারণ জানালেন আমিশা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

ক্যারিয়ারের শুরুতে বেশ সম্ভাবনা জাগিয়েছিলেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ২০০০ সালে ‘কহো না প্যায়ার হ্যায়’ ছবির মাধ্যমে মন জয় করে নিয়েছিলেন দর্শকের। কিন্তু খুব বেশি দীর্ঘায়িত হয়নি তার ক্যারিয়ার। এবার তার কারণ জানালেন এ অভিনেত্রী।

সংবাদমাধ্যমকে আমিশা বলেন, ‘আমার জীবনে মোটে দুটো সম্পর্ক ছিল। দুটোই আমার ক্যারিয়ারের ক্ষতি করেছে। গত ১২-১৩ বছর ধরে পুরুষবর্জিত আমার জীবন। আমি শান্তি চাই। তার বেশি কিছু চাই না।

পরিচালক বিক্রম ভাটের সঙ্গে আমিশার প্রেম নিয়ে বিস্তর জলঘোলা হয় সেই সময়। যদিও আমিশা নিজে কিছু স্বীকার করেননি। শোনা যায়,‘আপ মুঝে অচ্ছে লগনে লগে’ ছবিতে অভিনয়ের সুবাদে বিক্রমের সঙ্গে পরিচয় আমিশার। ক্রমে তা থেকে প্রেম যদিও পরে অবশ্য অমিশা বিক্রমের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ আনেন। বিস্তর জলঘোলা হয় সে সব নিয়ে। পাঁচ বছরের মধ্যে ভেঙে যায় তাদের সম্পর্ক।

সম্প্রতি জালিয়াতি ও চেক বাউন্সের মামলার কারনে আলোচনা আসেন আমিশা। চলতি বছরের এপ্রিলে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিলেন ভারতীয় আদালত। এরপরআদালতে আত্মসমর্পণ করন আমিশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ