• বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

বাজারভিত্তিক দরে ডলার বিক্রি শুরু

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৫ জুলাই, ২০২৩

ডলারের বাজারভিত্তিক বিনিময় হার চালু করেছে বাংলাদেশ ব্যাংক। আইএমএফের ঋণের শর্তের আলোকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম কয়েক দফা বাড়িয়ে সর্বশেষ ১০৬ টাকা নির্ধারণ করেছিল। আর বাজারভিত্তিক বিনিময়ব্যবস্থা চালুর পরই মার্কিন মুদ্রাটির দাম বেড়েছে দুই টাকা ৮৫ পয়সা।

সর্বশেষ সোমবার বাংলাদেশ ব্যাংক ১০৮ টাকা ৮৫ পয়সা দরে ডলার বিক্রি করেছে। সোমবার জরুরি পণ্য আমদানির বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে মোট পাঁচ কোটি ৪৫ লাখ ডলার বিক্রি করেছে। সর্বশেষ মূল্যবৃদ্ধির পর গত এক বছরে ডলারের দাম বাড়ল ১৫ টাকা ৪০ পয়সা।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের অন্যতম শর্ত ছিল ‘ব্যাংকঋণের সুদহার ও ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করা।

একইভাবে ডলার কেনার এক দর কার্যকর করা। ডলার কেনার এক দর চলতি মাস জুলাই থেকে কার্যকরের কথা থাকলেও এটি আগামী সেপ্টেম্বরে কার্যকর হবে। আর এটি কার্যকর হলে রপ্তানি ও রেমিট্যান্সে ডলার কেনার দর হবে অভিন্ন বা একই।
এখন থেকে আন্ত ব্যাংকে (এক ব্যাংক আরেক ব্যাংকের কাছে) ডলার বিক্রির সর্বোচ্চ যে দাম উঠবে, সেই দামেই ডলার বিক্রি করবে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৩ জুলাই) আন্ত ব্যাংকে সর্বোচ্চ দর উঠেছিল ১০৮ টাকা ৮৫ পয়সা এবং রবিবার দাম ছিল ১০৮ টাকা ৭০ পয়সা। গত বছরের একই সময়ে (৩ জুলাই-২০২২) প্রতি ডলার ছিল ৯৩ টাকা ৪৫ পয়সা।
অন্যদিকে তীব্র ডলার সংকট সামাল দিতে রিজার্ভ থেকে ২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের কাছে ১৩.৫৮ বিলিয়ন বা এক হাজার ৩৫৮ কোটি ডলার বিক্রি করেছে। ২০২১-২০২২ অর্থবছরে বিক্রি করা হয়েছিল ৭.৬২ বিলিয়ন বা ৭৬২ কোটি ডলার। রিজার্ভ থেকে প্রতিনিয়ত ডলার সহায়তা দেওয়ার ফলে ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভ কমে এখন ৩১.১৯ বিলিয়ন ডলারে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ