হেরোইন এবং গাঁজা উদ্ধারের রেকর্ডের রেশ কাটতে না কাটতেই স্মরণকালের বড় ফেন্সিডিলের চালান আটক করেছে রাজশাহী জেলা পুলিশ গোয়েন্দা শাখার একটি অপারেশন দল।
৫ই জুলাই রাত ৩.৩০ মিনিটের সময় বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামে জামালের আম বাগানে ভারত থেকে পাচার করে আনা ৭৪৩ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো মোঃ চপল আলী (৩৫)।সে বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মৃত খামেদ মন্ডলের ছেলে।
অপরজন হলো মোঃ জামরুল শেখ (৩৪),সে ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানাধীন কাগমারি এলাকার মৃত নুজবার শেখের ছেলে।
পুলিশ সুত্রে যানা যায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম বার এর নির্দেশনায় জেলা ডিবির এসআই ইনামুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদকসহ দুই ব্যক্তিকে আটক করে।
আটক ভারতীয় নাগরিক জামরুল গত রাতেই এই পরিমান ফেন্সিডিল পদ্মা নদী পাড়ি দিয়ে বাংলাদেশে নিয়ে আসে।
জামরুল জিজ্ঞাসাবাদে আরও জানায় এর আগেও সে অসংখ্যবার এমন বড় বড় চালান বাংলাদেশে এনেছে।সে আরও জানায় বর্ষাকালে নদীতে পর্যাপ্ত পানি থাকায় ফেন্সিডিল আনা সুবিধা হয়।সে ফেন্সিডিলের বস্তা টিউবের সাথে বেঁধে সাঁতরে নদী পাড়ি দেয়। জিজ্ঞাসাবাদে অপর আসামি চপল জানায় সেও দীর্ঘদিন ধরে ফেন্সিডিলের ব্যবসা করে আসছে।সে বাঘা থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার নামে বাঘা থানায় ৫টি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।এ ঘটনায় বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে৷