• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

সিরিয়ার আকাশসীমায় মার্কিন ড্রোনকে ‘নাজেহাল’ করেছে রাশিয়ার যুদ্ধবিমান

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

রাশিয়ান যুদ্ধবিমান সিরিয়ার আকাশসীমায় যুক্তরাষ্ট্রের তিনটি ড্রোনকে নাজেহাল করেছে অভিযোগ করেছেন এক মার্কিন কমান্ডার। ড্রোনগুলো সিরিয়ায় জিহাদিদের বিরুদ্ধে মিশনে অংশ নিচ্ছিল।

মার্কিন বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচ এক বিবৃতিতে বলেছেন, ‘তিনটি মার্কিন এমকিউ-৯ ড্রোন আইএসআইএস লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে একটি মিশন পরিচালনা করার সময় তিনটি রাশিয়ান যুদ্ধবিমান ড্রোনগুলোকে নাজেহাল করতে শুরু করেছিল।’

তিনি বলেন, রাশিয়ান জেটগুলো মার্কিন ড্রোনের সামনে প্যারাসুট ফ্লেয়ার ফেলে দেয়। তাদের এড়িয়ে যাওয়ার পদক্ষেপ নিতে বাধ্য করে, একজন পাইলট একটি এমকিউ-৯ এর সামনে তাদের প্লেনের আফটারবার্নার চালু করে। এতে অপারেটরের নিরাপদে বিমান চালানোর ক্ষমতা ব্যাহত হয়।

গ্রিনকেউইচ মস্কোকে ‘এই বেপরোয়া আচরণ বন্ধ করার’ আহ্বান জানিয়ে আরও বলেন, ‘এই ঘটনাগুলো সিরিয়ায় কাজ করা রুশ বিমান বাহিনীর পেশাদার এবং অনিরাপদ কাজের আরেকটি উদাহরণ সৃষ্টি করেছে। যা মার্কিন এবং রাশিয়ান উভয় বাহিনীর নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, চলতি বছরের শুরুর দিকে একটি রাশিয়ান জেট কৃষ্ণ সাগরের ওপর পরিচালিত একটি ড্রোনের প্রপেলারে আঘাত করেছে। এর ফলে এটি বিধ্বস্ত হয়েছে। তবে মস্কো এর দায় অস্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ