• শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

ছেলের মা হলেন সানা খান

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
ছেলের মা হয়েছেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান।

(৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। বর্তমানে নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।

এর আগে, চলতি বছরের মার্চ মাসে মা হওয়ার সুখবরটি জানিয়ে সানা বলেন, আমি ভীষণ খুশি। অবশেষে সেই শান্তির সন্ধান পেয়েছি। আমি এমন একজন স্বামী আমার জীবনে পেয়েছি, যিনি আমাকে সৃষ্টিকর্তার কাছে পৌঁছাতে সাহায্য করেছেন। আমি এখন খুব শান্তিতে আছি, দুজন একসঙ্গে কাজ করছি এবং আরও কাছে আসছি একে অন্যের।

জানা গেছে, এ বছরের ফেব্রুয়ারি মাসে স্বামীকে নিয়ে ওমরাহ পালনে গিয়েছিলেন সানা। সে সময় ওমরাহকে বিশেষ আখ্যা দিয়ে ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে লিখেছিলেন, আলহামদুলিল্লাহ, অনেক খুশি। কিছু কারণে এবারের ওমরাহ খুবই বিশেষ, ইনশাআল্লাহ দ্রুতই সবার সঙ্গে বিষয়টি খোলাসা করব। আল্লাহ যেন সব সহজ করে দেন।

২০২০ সালের ২১ নভেম্বর মুফতি আনাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানা। আর বিয়ের পরেই অভিনয় জগৎকে বিদায় জানান এই অভিনেত্রী।

উল্লেখ্য, ক্যারিয়ারে হিন্দি, তামিল, তেলেগুসহ পাঁচটি ভাষার সিনেমায় কাজ করেছেন সানা খান। অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- ‘বম্বে টু গোয়া’, ‘ধন ধনা ধন গোল’, ‘হল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট : এক প্রেম কথা’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ